‘My Thoughts’ section reflects my philosophies about life, Which I have learned from my or others experiences or from mistakes. It`s completely my point of view . Readers can have different or counter views on any thought. I respect everyone`s thoughts and opinions. You can share your thoughts via feedback.
উপলব্ধি
আমার মনে হয় কোনো কাজকে ‘ কঠিন ‘ অথবা ‘সহজ ‘ হিসেবে বিচার করাটাই পুরোপুরি সঠিক নয়। আমার কোনো কাজ করতে আগ্রহ আছে সেইটাই গুরুত্বপূর্ণ। কঠিন আর সহজ জিনিসটা খুব আপেক্ষিক। মানে আমার কাছে যেটা কঠিন আপনার কাছে হয়তো সেটা সহজ আবার আমার কাছে সহজ হলে আপনার কাছে কঠিন। যদি কোনো কাজ করতে আমি খুব আগ্রহী হই তাহলে সেটা কঠিন হোক বা সহজ এটা বেশি matter করবে না । কারণ তখন আমি কাজটিকে ভালবেসেছি ( শুধু সেই কাজের output কে নয় বরং Process কে)। কাজটি তুলনামূলক কঠিন হলেও আমি তো মজা পাচ্ছি এইটাই সত্য। ঠিক উল্টোটাও একেবারে সত্য। অনেক সহজ কাজ কিন্তু করতে আপনার একটুও ইচ্ছে করে না তাহলে কিছু সময় পর আপনি বিরক্ত হবেনই তারপর stress, anxiety আরও কত কি । তো কোনো কাজ কে কঠিন বা সহজ দিয়ে নয় বরং “Interest ” দিয়ে বিচার করাই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।
একটা guiter এর চেয়ে তার string এর দাম তুলনামূলক অনেকটাই কম, কিন্তু সস্তার string ছাড়া দামী guiter এর অস্তিত্ব মূল্যহীন। আবার guiter ছাড়া string এর আলাদা ভূমিকা নেই। তাই দুজন দুজনের পরিপূরক। এই জিনিসটা আপনি শুধু guiter আর string নয় বরং জীবনের অনেক কিছুর সাথেই মিলিয়ে দেখতে পারবেন |
Happienes তো রাস্তায় পড়ে থাকে, শুধু কুড়োতে জানতে হয়।
মৃত্যুর পর হয়তো দেখবো পুরো জীবনটাই একটা স্বপ্ন ছিল।
আইনস্টাইন বলেছিলেন – Intelligence -কে Knowledge দিয়ে নয় বরং Imagination দিয়ে মাপা উচিত। আমিও এতে এক মত, হ্যাঁ এটা ঠিক যে Knowledge -ই Imagination er কাঁচামাল যোগায়। কিন্তু আমার কাছে কত Knowledge ache তার থেকে বেশি important হচ্ছে যে সেই Knowledge থেকে আমি কি কি Imagine করতে পারি। কারণ knowledge তো সীমিত হতে পারে , কিন্তু imagination অসীম। Imagination থেকে আরও Knowledge তৈরী হতে পারে। তাই আমার মনে হয় , Knowledge without Imagination is meaningless। আপনি সব দেশের রাজধানীর নাম মনে রাখতে পারেন। এটা আপনার knowledge। এটা তো আমি একটা গুগল সার্চ করলেই বা chatgpt করলেই পেয়ে যাবো। কিন্তু কোন দেশ ভবিষ্যতে সুপার পাওয়ার হতে পারে এইটা আপনার Imagination এ আসবে। আলোর গতি 3×10^8 m/s এটাও Knowledge কিন্তু কোনো নক্ষত্র যেটা এক হাজার আলোকবর্ষ দূরে আছে সেটা যদি এই মুহূর্তে ভ্যানিশ হয়ে যায় তাহলে সেটা আমরা এক হাজার বছর পর জানতে পারব – এটাই imagination।